ভাঙ্গায় তাণ্ডব, দুই চেয়ারম্যানসহ ২১ জনের নামে মামলা
ফরিদপুরের ভাঙ্গা থানা, ইউএনও কার্যালয়, উপজেলা নির্বাচন অফিসসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এতে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেকজনকে আসামি করা হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আজাদুর রহমান বাদী হয়ে এই মামলাটি করেন। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান।
মামালা সূত্রে জানা যায়, ভাঙ্গার হামিরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. খোকন মিয়া ও তুজারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওলিউর রহমানসহ ২১ নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।
ওসি মো. রোকিবুজ্জামান জানান, সহিংসতায় একটি অ্যাম্বুলেন্স, পুলিশের তিনটি গাড়ি, কয়েকটি মোটরসাইকেল ও অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
তিনি আরও জানান, সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, উপজেলা নির্বাচন অফিস, ভাঙ্গা থানা, হাইওয়ে পুলিশের কার্যালয়সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।