সুদানে নামাজের সময় মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮
সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল শুক্রবার ভোরে নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে।
দুই বছরের বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল-ফাশের শহরের দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। এটি দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সেখানকার তিন লাখের বেশি বেসামরিক নাগরিক এই লড়াইয়ের ফাঁদে আটকা পড়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আরএসএফ চলতি সপ্তাহে নতুন করে আল-ফাশের শহরে হামলা শুরু করেছে। শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
সুদানের বিশ্লেষক ও অধিকারকর্মীদের আশঙ্কা, সাধারণ নাগরিকরা আরএসএফের রোষের শিকার হতে পারেন। কারণ তাদের অধিকাংশই আধাসামরিক বাহিনীটির দৃষ্টিতে শত্রু জনগোষ্ঠীর অংশ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস