যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২
শেয়ার :
যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে একটি শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগে ‍দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবচর চর সামাইল এলাকার খালেক সরদারের ছেলে রানা সরদার (৩২) ও একই উপজেলার কেরানিহাট এলাকার হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানান, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের প্রধান সড়কে একটি ব্যাংকের সামনে রাকিব মাদবর (২৫) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে রাকিবের পরিবার। ওই মামলায় রানা ও সিয়াম নামের দুই যুবককে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পৃথক অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।