ঢাকার রাস্তায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

বিনোদন প্রতিবেদক
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২
শেয়ার :
ঢাকার রাস্তায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে গেল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন। এরপর থেকেই ভক্তদের কৌতূহল- কোথায় দেখা যাবে এই অভিনেত্রীকে? সেই প্রশ্নের উত্তর মিলল গতকাল শুক্রবার। এদিন পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় হানিয়াকে।

জানা গেছে, সানসিল্কের একটি বিশেষ ক্যাম্পেইনে অংশ নিতেই সেখানে হাজির হয়েছিলেন তিনি। তবে শুধু ক্যাম্পেইন নয়, ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা।

আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ঢাকার জনপ্রিয় স্ট্রিটফুড ঝালমুড়ি খেতে দেখা যায় হানিয়াকে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি জনপ্রিয় ফুডভ্লগার রাফসান দ্য ছোটভাই।

নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে অন্তত ১৬টি ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও।

অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’

সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এটি সানসিল্কের একটি সৃজনশীল ক্যাম্পেইনের অংশ! আবার অনেকে বলছেন, এটা রাফসান দ্য ছোট ভাইয়ের নতুন কোনো ভ্লগ আইডিয়া!

বলা দরকার, ২০১৬ সালে ‘জানান’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’ এমন জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে পাকিস্তান এবং প্রবাসী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়া, তার ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি!