নওগাঁর সীমান্তে ১৬ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ
নওগাঁর পত্নীতলা শীতল সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার ভোরে পত্নীতলা ১৪ বিজিবির শীতল মাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে তাদের পুশইন করে। পরে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন চা দোকানের পাশে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে। আটকদের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন শিশু ও ৪ জন নারী।
আটককৃতরা হলেন নাটোর জেলার লালপুর উপজেলার কলোনীপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব শেখ (৪৫), শফিকুল ইসলাম (৩৫), মজনু বিশ্বাস (৪৮), নয়ন খা (৬০), মুকুল শেখ (২৫), এলিনা খাতুন (২৮), মৃদুল শেখ (২০), সমির (১১), বিনা খাতুন (৩৫), মিম (৮), মরিয়ম খাতুন (১০), রোজিনা খাতুন (১৮), মিরা খাতুন (৮ মাস), জোসনা বেগম (৫০) ও জান্নাতুল সরকার (১০)। এছাড়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চরকুরুলিয়া গ্রামের বাসিন্দা মিরাজ শেখ (১৮)।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এরপর তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে। আর আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবি জানতে পারে, এই ব্যক্তিরা বাংলাদেশের রাজশাহী জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে গত ৯ সেপ্টেম্বর ভারতীয় পুলিশ রাজস্থান থেকে তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপরই গতকাল শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশের পত্নীতলা উপজেলার শীতল মাঠ সীমান্ত দিয়ে পুশইন করে।