পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুবাই প্রবাসী খুন
চট্টগ্রামে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ডেঙ্গাপাড়া এলাকায় অপহরণ মামলার প্রধান আসামি মো. আইয়ুবের পুত্র ঘাতক মো. ফাহিমের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে মো. মামুন (২৩) নামে এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরে (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী ওই যুবকের মৃত্যু হয়।
জানা গেছে, নিহত যুবক মো. আবুল বশরের ছেলে। ঘাতক ফাহিম ও নিহত মামুন একই এলাকার বাসিন্দা।
স্থানীয় এলাকা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ধলঘাট ইউনিয়ন আলামপুর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কথাকাটির এক পর্যায়ে ঘাতক মো. ফাহিম হঠাৎ উত্তেজিত হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের মাধ্যমে প্রবাসী মামুনকে গুরুতর আহত করে পালিয়ে যান। আহত মামুন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলার হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন অবস্থায় ১১ ঘন্টার পর আজ শুক্রবার ভোর ৫টার দিকে প্রবাসী মামুনের মৃত্যু ঘটে। নিহত মামুন বিদেশ থেকে ৯ মাস আগে দেশে ফিরছেন।
এলাকাবাসীর অভিযোগ, ফাহিম দীর্ঘদিন ধরে সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত। একাধিক অভিযোগ থাকার সত্ত্বেও অদৃর্শ্য কারণে তিনি আইনের চোখে ফাঁকি দিয়ে বেঁচে যান।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো নুরুজ্জামান ও তদন্ত ওসি যুযুৎসু যশ চাকমা জানান, হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য (চমেক) হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারসহ স্থানীয়রা ঘাতক ফাহিমকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে তদন্ত চলছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বুধবার এক ব্যবসায়ীকে অপহরণ করার দায়ে পটিয়া থানায় একটি অপহরণ মামলায় ঘাতক মো. ফাহিমকে প্রধান আসামি করে তার বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।