সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩২
শেয়ার :
সোনারগাঁয়ে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে উপজেলার আলাপদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকায় জাহের আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাতে করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সামরুল ইসলাম বলেন, ‘নিজেদের গাছের ডাব পাড়া নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই আক্তার ছোট ভাই খোকাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরই আক্তার পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান।’