লিবিয়ায় গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের খোঁজ মেলেনি ১১ দিনেও

মাদারীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩১
শেয়ার :
লিবিয়ায় গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের খোঁজ মেলেনি ১১ দিনেও

লিবিয়ায় গুলিতে আহত হওয়ার পর ১১ দিন ধরে খোঁজ নেই মাদারীপুরের যুবক জীবন ঢালীর। এ ঘটনার পরিবারে নেমে এসেছে হতাশা। নিখোঁজ জীবন ঢালী (২২) সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়ার গ্রামের বাসিন্দা।

স্বজন ও এলাকাবাসী জানায়, ৬ মাস আগে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য রাসেল খানের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে জীবন ঢালী। মাঝপথে জীবনকে লিবিয়ায় জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা আদায় করে দালালচক্র।

জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর একটি ঘরে বন্দি করে সেখানে থাকা বিভিন্ন দেশের যুবকদের এলোপাথাড়ি গুলি করে লিবিয়ার মাফিয়ারা। সেই গুলিতে আহত হয় জীবন। গুরুতর অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয় তাকে। পরে আর কোন খোঁজই মিলছে না জীবনের। এমন পরিস্থিতিতে দালালের চাপে গণমাধ্যমেও কথা বলতে ভয় পাচ্ছেন নিখোঁজের পরিবার।

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘লিবিয়ায় গুলিতে আহত যুবকের খোঁজ না মেলার খবর পাওয়ার পর পুলিশ তার বাড়িতে যায়। কেউ কেউ বলছে তিনি মারা গেছেন, আবার কেউ বলছে নিখোঁজ রয়েছেন। পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’