ওমানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
এশিয়া কাপে গ্রুপ এ-তে আজ ভারতীয় ক্রিকেট দলের মুখোমুখি ওমান। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্য়াচে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে পয়েন্ট টেবিলেরও শীর্ষে রয়েছে সূর্যকুমার যাদবের দল। দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট ঝুলিতে নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পয়েন্ট টেবিলে আমিরশাহি ও ওমান তিন ও চার নম্বর পজিশনে রয়েছে।
সুপার ফোরে ইতিমধ্যেই জায়গা পাকা ভারতের। গত ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে দুর্দান্ত পারফর্ম করেছে টিম ইন্ডিয়া। সুপার ফোরেও পাকিস্তানের বিরুদ্ধেই খেলতে নামার সম্ভাবনা প্রবল ভারতের। তার আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ ওমানের বিরুদ্ধে খেলতে নামছে টিম ইন্ডিয়া।
এরই মধ্যে ওমানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট দল।
প্রথম দুটো ম্যাচ দুর্দান্ত পারফর্ম করার পর এবার রিজার্ভ বেঞ্চ দেখে নেওয়ার পালা টিম ইন্ডিয়ার।
আরও পড়ুন:
ভারতে ফেরার পথে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ভারতীয় ক্রিকেট দলের মিডল ও লোয়ার অর্ডার এখনো সেভাবে পরীক্ষিত নয়। প্রথম ম্যাচ আমিরশাহির বিরুদ্ধে ৯ উইকেটে ও দ্বিতীয় ম্যাচ ৭ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল।
ভারত ও ওমানের মধ্যকার আজ শুক্রবারের ম্যাচটি এশিয়া কাপের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। ভারতের জন্য ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।
ভারত একাদশ:
অভিশেষ শর্মা, শুভমান গিল, স্যাঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক) , তিলক বার্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, হার্শিত রানা, আর্শদীপ সিং ও কুলদীপ যাদব।
ওমান একাদশ:
আমির কালীম, জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, ভিনায়ক শুক্লা (উইকেটকিপার), শাহ ফয়সাল, জিকরিয়া ইসলাম, আরিয়ান বিশট, মোহম্মদ নাদীম, শাকীল আহমেদ, সময় শ্রীবাস্তব ও জিতেন রামানন্দি।