ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে ৮০০ শিক্ষার্থী অসুস্থ
ইন্দোনেশিয়ায় সরকারি উদ্যোগে চালু করা বিনামূল্যের স্কুল খাবার খেয়ে অন্তত ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। চলতি সপ্তাহে দুইটি আলাদা ঘটনায় এই গণ-বিষক্রিয়ার ঘটনা ঘটেছে। এটি প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফ্ল্যাগশিপ কর্মসূচির অংশ এবং দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এটি এ পর্যন্ত সবচেয়ে বড় গণ-বিষক্রিয়ার ঘটনা।
জানা গেছে দেশটির পশ্চিম জাভার গারুত অঞ্চলের পাঁচটি স্কুলের ৫৬৯ জন শিক্ষার্থী মুরগি ও ভাত খাওয়ার পর বমি বমি ভাব এবং বমিতে আক্রান্ত হয়। প্রাথমিকভাবে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়, বাকিদের বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। আজ শুক্রবার পর্যন্ত ১০ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ছাড়াও সেন্ট্রাল সুলাওয়েসির বাঙ্গাই দ্বীপপুঞ্জে ২৭৭ জন শিক্ষার্থী অসুস্থ হয়। এ কারণে খাবার বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
গারুত আঞ্চলিক সরকারের সচিব নূরদিন ইয়ানা জানান, রান্নাঘরের নজরদারি বাড়ানো হবে, তবে কর্মসূচি বন্ধ করা হবে না। ভবিষ্যতে শিক্ষার্থীদের রুটি, দুধ, সেদ্ধ ডিম ও ফলের মতো সাধারণ খাবার দেওয়া হবে।
প্রাবোওয়ের মুখপাত্র প্রাসেত্যো হাদি বলেন, ‘সরকার এই ঘটনার জন্য দুঃখিত। এটি কাম্য ছিল না। কর্মসূচির মান ও তত্ত্বাবধান নিয়ে প্রশ্ন উঠেছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বর্তমানে দুই কোটি শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় রয়েছে। সরকারের লক্ষ্য এই বছর শেষে ৮ কোটি ৩০ লাখ শিক্ষার্থীর কাছে সেবা পৌঁছে দেওয়া। প্রকল্পের বাজেট ১৭.১ ট্রিলিয়ন রুপিয়া। যা আগামী বছর দ্বিগুণ করা হবে।