কাতারের মধ্যস্থতায় তালেবান বন্দিদশা থেকে মুক্ত ব্রিটিশ দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩১
শেয়ার :
কাতারের মধ্যস্থতায় তালেবান বন্দিদশা থেকে মুক্ত ব্রিটিশ দম্পতি

আফগানিস্তানে তালেবানের বন্দিদশায় আট মাস কাটানোর পর ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও তার স্ত্রী বার্বি রেনল্ডস (৭৬) মুক্তি পেয়েছেন। দম্পতিটি প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে বসবাস করছেন। গত ১ ফেব্রুয়ারি তাদের ঘরে ফেরার পথে আটক করা হয়েছিল।

মুক্তির ক্ষেত্রে কাতারের মধ্যস্থতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এক কাতারি কর্মকর্তা জানিয়েছেন, মেডিক্যাল পরীক্ষা করার জন্য তাদের আগে কাতারে নিয়ে যাওয়া হবে। এরপর তারা যুক্তরাজ্যে যাত্রা করবেন। যদিও তাদের দীর্ঘমেয়াদী বাসস্থান আফগানিস্তানের বামিয়ান প্রদেশেই।

তালেবান জানিয়েছে, দম্পতিটি আফগান আইন ভঙ্গের কারণে আটক হয়েছিলেন এবং আদালতের প্রক্রিয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদের আটক হওয়ার সঠিক কারণ কখনো প্রকাশ করা হয়নি।

পিটার ও বার্বি রেনল্ডস ১৯৭০ সালে কাবুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ১৮ বছর ধরে তারা একটি দাতব্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছিলেন, যা ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর স্থানীয় কর্মকর্তাদের অনুমোদন পেয়েছিল।

পরিবারের বিবৃতিতে জানা গেছে, দম্পতিটি আফগানিস্তানের প্রতি জীবনের শেষদিন পর্যন্ত গভীর ভালোবাসা পোষণ করেছেন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবানের পুনরায় ক্ষমতাসীন হওয়ার পর অনেক বিদেশি চলে যাওয়ার মধ্যেও তারা সেখানে থাকেন।

মুক্তির আগে তাদের পরিবারের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী জনসচেতনতার প্রচেষ্টা চালানো হয়। পরিবার জানিয়েছে, বন্দিদশার সময় দম্পতিটি অত্যন্ত কষ্টকর ও দুঃসহ পরিস্থিতিতে ছিলেন।