ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৫
শেয়ার :
ফের বিয়ে করেছেন শবনম ফারিয়া
ছবি : সংগৃহীত

ফের বিয়ে করেছেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া। ঘরোয়া পরিবেশে আজ শুক্রবার বাদ আসর খেজুর ও বাদাম ছিটিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর পারিবারিক এক বন্ধু।

একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা গেছে, পাত্রের নাম তানজিম তৈয়ব, তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে বেশ ধুমধাম করে বিয়ে করেছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের পর বেশ ভালোই যাচ্ছিল তাদের জীবনের নতুন অধ্যায়। তবে বিয়ের কিছু দিন যেতেই গুঞ্জন ছিল শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপুর বিবাহ জীবন ভালো যাচ্ছে না।

আনন্দ-উল্লাসে দাম্পত্য জীবন শুরু করেছিলেন বটে। কিন্তু তা টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর বিচ্ছেদ এবং একে-অপরের বিরুদ্ধে নানান অভিযোগ।