জাদুঘর থেকে ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট চুরি
কায়রোর ঐতিহাসিক মিশরীয় জাদুঘর থেকে নিখোঁজ হয়েছে এক বিরল প্রত্নসম্পদ—খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছরের পুরনো ফেরাউনের স্বর্ণের ব্রেসলেট। প্রথমে ধারণা করা হয়েছিল এটি বিদেশে পাচার হয়েছে। তবে তদন্তে জানা যায়, চুরি হওয়া ব্রেসলেটটি স্থানীয়ভাবে গলিয়ে ফেলা হয়েছে।
দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় চলতি মাসের শুরুতে জানায়, সংরক্ষণাগারের একটি সেফ থেকে ব্রেসলেটটির খোঁজ মিলছে না। অলংকারটি ছিল তৃতীয় অন্তর্বর্তীকালীন যুগের শাসক ফারাও আমেনেমোপের। নীল লাজওয়ার পাথরের দানাদার নকশা করা এ স্বর্ণের ব্রেসলেট ৯ সেপ্টেম্বর উধাও হয়।
চুরির ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করে জাদুঘর কর্তৃপক্ষ। একইসঙ্গে নিখোঁজ ব্রেসলেটের ছবি বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দরে পাঠানো হয়, যাতে বিদেশে পাচার ঠেকানো যায়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তদন্তে বেরিয়ে আসে, জাদুঘরের এক পুনর্গঠন বিশেষজ্ঞ ব্রেসলেটটি চুরি করে স্থানীয় এক রূপার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। সেখান থেকে এটি পৌঁছায় কায়রোর বিখ্যাত গহনার বাজারে। শেষপর্যন্ত এক স্বর্ণের কারিগর ব্রেসলেটটি গলিয়ে পুনর্নির্মাণ করেন।
মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিক্রির অর্থ—প্রায় ১ লাখ ৯৪ হাজার মিশরীয় পাউন্ড (প্রায় ৪ হাজার ডলার)—জব্দ করা হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ঘটনাটি ঘটল এমন সময়ে, যখন আগামী নভেম্বরে গিজার পিরামিডের কাছে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম উদ্বোধনের প্রস্তুতি চলছে। নতুন এ জাদুঘরকে মিশরের প্রাচীন ঐতিহ্যের এক বিশাল ভাণ্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা পর্যটন খাতে বৈদেশিক আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।