পূজায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপির নেতাকর্মী প্রতিহত করবে
দুর্গাপূজাকে কেন্দ্র করে যদি পরাজিত শক্তি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করবে বলে মন্তব্যে করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ শুক্রবার দুপুরে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে পৌর পূজা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘দেশে যখনই কোনো পূজা আসে তখনই ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু বিএনপি সব সম্প্রদায়ের পাশে আছে এবং থাকবে। পরাজিত শক্তি যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, আমরা তা প্রতিহত করব। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন। আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে। সেজন্য বিএনপির নেতাকর্মীরা আপনাদের পূজার নিরাপত্তা দেবে।’
দুলু আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময় নাটোরের বিভিন্ন জুয়েলার্সে হামলা, লুটপাট এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন অপহরণের শিকার হয়েছেন। কিন্তু বিএনপি জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ ভূমিকা রাখবে। ১৯৬২ সালে আমার বাবা নাসির উদ্দিন তালুকদার হিন্দু সম্প্রদায়ের উপর বিহারীদের আক্রমণ ঠেকাতে পাহারা দিয়েছিলেন। আমি সেই ঐতিহ্য অনুসরণ করেই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম।
এ সময় জেলা বিএনপি ও পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকারসহ পূজা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।