ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

ফুলবাড়ী প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩৭
শেয়ার :
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

ছেলের মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ভিকারুন্নেসা (৫৭) নামে এক বৃদ্ধ মায়ের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের মহেশপুর গোল চত্বর এলাকায় এই মর্মান্তিক দুঘর্টনা ঘটে।

জানা গেছে, নিহত নারী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কনিয়াটিকর গ্রামের আব্দুল জলিল এর স্ত্রী। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে আখতারুজ্জামানের সঙ্গে নিজ বাড়ি গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুর যাচ্ছিলেন তিনি। পার্বতীপুর উপজেলার মহেশপুর গোল চত্বর নামক স্থানে এলে অতিরিক্ত গতির মোটরসাইকেল উঁচু-নিচু রাস্তায় ব্রেক করতে গিয়ে মা ভিকারুন্নেসা ছিটকে সড়কে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। যেহেতু ঘটনাটি পার্শবর্তী পার্বতীপুর থানার, তাই তাদেরকে খবর দেওয়া হয়েছে। তারা ক্লিয়ারেন্স দিলে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া সংশ্লিষ্ট থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা দায়ের হবে।