ভারতে আইফোন ১৭ কেনা নিয়ে অ্যাপল স্টোরে মারামারি

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০২
শেয়ার :
ভারতে আইফোন ১৭ কেনা নিয়ে অ্যাপল স্টোরে মারামারি

ভারতে শুরু হয়েছে অ্যাপেলের সর্বশেষ আইফোনের সংস্করণ ‘আইফোন-১৭’ বিক্রি । তবে বিক্রি শুরু হতেই দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, মুম্বাই ছাড়াও রাজধানী দিল্লি ও দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতেও নতুন আইফোনের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেছে। তবে সেখানে এখনো কোনো অপ্রীতিকর ঘটনার কথা জানা যায়নি। 

এনডিটিভি জানায়, শুক্রবার সকালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে নতুন আইফোন ১৭ কিনতে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটে। পিটিআই-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দোকানের সামনে গ্লাসের দেয়ালের পাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো অসংখ্য মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারছে।  

ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা টেনে বের করার চেষ্টা করছেন। এতে ওই ব্যক্তি প্রহরীকে আঘাত করতে চান। পরে অন্য এক গার্ড এসে তাকে সরিয়ে নেয়। দেখা যায়, এক ক্রেতা নিরাপত্তাকর্মীর খোঁজ করছেন, আর পেছনে মারামারি চলছেই। 

এনডিটিভি বলছে, ভারতের বিভিন্ন শহরে একযোগে আইফোন ১৭ সিরিজের মোবাইল ফোন বিক্রি শুরু করেছে অ্যাপল। এ উপলক্ষে মুম্বাই ও দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোর সামনে সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায়।