বিমানবন্দর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত
রাজধানীর বিমানবন্দর এলাকায় সিমেন্টবোঝাই ভ্যানে ধাক্কা দেওয়ার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে বিমানবন্দর স্টেশন সংলগ্ন ১৩ এপিবিএন এর বিপরীত পাশে ৪নং লাইনে এ ঘটনা ঘটে। এর আগে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ থেকে আজ সকাল ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি উত্তরা ৪নং সেক্টরের ১০নং রোডের মাথায় জামতলা রেলগেট ক্রসিংয়ে একটি সিমেন্টবোঝাই ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি ট্রেনের চাকার নিচে পিষ্ট হয়ে যায়। একই সঙ্গে ট্রেনের ইঞ্জিন থেকে পেছনের ৪নং বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
রেলওয়ে সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ থেকে আসার পথে ট্রেনটি ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের আগে ডাউনলাইনে লাইনচ্যুত হয়।এর ফলে ঢাকায় ট্রেন ঢুকতে পারছে না। তবে আপলাইন চালু থাকায় কমলাপুর থেকে ট্রেন বের হতে পারছে। যেহেতু সিঙ্গেল লাইন চালু আছে, ফলে ট্রেন চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে।
এদিকে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করার জন্য কমলাপুর থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?