মহাসড়কে রশি টেনে ডাকাতি, হতাহত ৪
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে রশি টেনে ওৎ পেতে ছিল ডাকাত দল। ওই রশিতে আটকা পড়ে মহাসড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী ৪ যুবক। এই সুযোগে হামলা চালিয়ে তাদের মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দল। পরে গুরুতর অবস্থা ৪ জনকে হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ফাঁসিয়াখালীস্থ সেনা ক্যাম্পের অদূরে এই ঘটনা ঘটে।
নিহত মাহামুদুল্লাহ রিয়াদ (৩৩) কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীর শিয়ালিয়া পাড়ার নুরুল হোসেনের ছেলে। গত ২২দিন আগে তার স্ত্রীও অসুস্থ হয়ে মারা যান। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।
জানা গেছে, আগে থেকে ওৎ পেতে মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় সড়কের দুই পাশ থেকে রশি টেনে রেখেছিল ডাকাত দল। এসময় দুটি মোটরসাইকেলে করে চার যুবক রশিতে আটকে সড়কে ছিটকে পড়ে যায়। এই সুযোগে তাদের এলোপাতাড়ি মারধর করে দুটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
পরে স্থানীয় লোকজন ও বন কর্মীরা এসে তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহামুদুল্লাহ রিয়াদকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় প্রায় সময় ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও গাড়ি থামিয়ে যাত্রী ও পথচারীদের মারধর করে মোটরসাইকেল, মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে ডাকাত দল। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিলেও আমলে নেয়নি এসব ডাকাতির ঘটনা। যার কারণে প্রতিনিয়ত বাড়ছে ডাকাতির ঘটনা।
ডাকাতের হাতে মারধরের শিকার লক্ষণ মহন্ত নামের এক ব্যবসায়ী বলেন, ‘গত ৩ সেপ্টেম্বর দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সেগুনবাগান এলাকায় একদল ডাকাত মারধর করে আমার মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার দুই দিন পর ৫ সেপ্টেম্বর চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছিলাম। কিন্তু পুলিশ এখনও আমার সেই এজাহার মামলা হিসেবে নেইনি। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেটাও জানি না। আমার মোটরসাইকেলও উদ্ধার হয়নি।’
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় একদল দুর্বৃত্তের হামলায় মোটরসাইকেল আরোহী চার যুবক আহত হন। তাদের মধ্যে মাহামুদুল্লাহ রিয়াদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এঘটনার পরপরই পুলিশসহ অন্যান্য বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযানে নেমেছে। ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’