পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন: ডা. জাহিদ
পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলে তা নির্বাচনী ইশতেহারে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার সকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) জাতীয় সম্মেলনে এ দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘৫ আগস্টের আগে কেউ পিআর পদ্ধতি নিয়ে আলোচনা করেনি। এখন কিছু দল কতৃত্ববাদী ফ্যাসিস্ট মতামত শোনাচ্ছে। কেউ কেউ পিআরের জন্য রাস্তায় নামছেন, কিন্তু যারা জনগণের অনুমতি না নিয়েও জনগণের মতামত হিসেবে চালাচ্ছে, তারা নির্বাচন পেছাতে চায়।’
তিনি বলেন, ‘নেপালে পিআর প্র্যাক্টিস হয়েছে দেখেই বিগত বছরে ১৪ বার ক্ষমতা পরিবর্তন হয়েছে। দলবাজি করার জন্য, জনগণ না চাইলেও নিজেদের মতামতকে জনগণের মতামত চালিয়ে দেওয়ার জন্য যারা তাবেদারি করছেন, তারা স্বৈরাচারকে ফিরিয়ে আনতে চাচ্ছেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পিআর নিয়ে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘পিআর চাইলে নির্বাচনী ইশতেহারে দেন, কেন প্রেসিডেন্সি অর্ডারের মাধ্যমে তা আদায় করতে হবে? সংবিধান এখনো কার্যকর। তবে তা অস্বীকার করার মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।’
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের মতামতকে অন্য আন্তর্জাতিক গোষ্ঠীর ফায়দা আদায় করার কাজে ব্যাবহার করলে দেশের মানুষ তা মেনে নেবে না।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?