মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৫ পুলিশ সদস্য

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭
শেয়ার :
মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৫ পুলিশ সদস্য

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারীদের হামলায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। একইসঙ্গে ৪৫ পিস ইয়াবা টেবলেট ও এক কেজি গাঁজাসহ একই পরিবারের ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

আহত পুলিশ সদস্যরা হলেন- শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দছ, মো. মনোয়ার হোসেন, মো. জুনায়েত এবং এএসআই মো. হাবিবুর রহমান ও মো. নাজমুল হক। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় উপজেলার পৌসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আসাদুজ্জামান (৬০), তার স্ত্রী দেলোয়ারা খাতুন (৫০) ও তাদের দুই ছেলে আল আমীন (৩০) ও আসিক (২৩)।

ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহ্স্পতিবার রাত সোয়া ২টার দিকে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একাধিক টিম নিয়ে কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আসাদুজ্জামানের বাড়িতে মাদক উদ্ধার অভিযানে যাই। অবস্থান টের পেয়ে মাদক কারবারীদের হামলায় পাঁচ পুলিশ অফিসার আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

ওসি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একই পরিবারের চার জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।’

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃত ওই পরিবারদের সদস্যরা এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছে।’