শর্ত দিয়ে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে রাজি :স্বস্তিকা
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবার অভিমন্যু মুখার্জির নতুন ওয়েব সিরিজ ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’-তে অভিনয় করছেন। সিরিজটি মূলত ত্রিকোণ প্রেমের গল্পকে ঘিরে তৈরি, আর এরই মধ্যে শুরু হয়ে গেছে শুটিং।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ ওঠে অভিনেত্রীর সামনে। উত্তরে স্বস্তিকা স্পষ্ট জানিয়ে দেন, চিত্রনাট্যের প্রয়োজনেই কেবল ঘনিষ্ঠ বা খোলামেলা দৃশ্যে কাজ করবেন। তবে সেক্ষেত্রে আগে নিজেকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করবেন।
স্বস্তিকার ভাষায়, ‘প্রথমে বুঝব, গল্পে দৃশ্যটির কতটা প্রয়োজন। তারপরই সিদ্ধান্ত নেব রাজি হব কি না। যেমন মিমি চক্রবর্তীও ‘রক্তবীজ ২’–এ বিকিনি পরার আগে নিজেকে প্রস্তুত করেছিলেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, দর্শকদের কাছে যেন একঘেয়ে মনে না হয়, তাই সবসময় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার চেষ্টা করেন। নায়িকাকেন্দ্রিক কাজের প্রতি তার আগ্রহও প্রবল। ছোট পর্দায় নায়িকা চরিত্রে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বড় পর্দায় খলচরিত্রেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
টালিউডে ১৪ বছরের দীর্ঘ পথচলায় নানা চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। তার মতে, ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে সুযোগগুলো ভেবে বুঝে নিতে হয়- ‘অতিরিক্ত বাছবিচার করলে অনেক কাজ হাতছাড়া হয়ে যায়।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট