রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬
শেয়ার :
রাজধানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

রাজধানীর মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাইদুল আলম সিফাত (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিফাতের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সোনাপুর গ্রামে। বর্তমানে ওয়ারীর রাংকিং স্ট্রিটের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

সিফাতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুল হক বলেন, ‘ফকিরাপুল থেকে দৈনিক বাংলা মোড়ে দিকের রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময়ে কোনো গাড়ির সাথে লেগে ছিল কিনা, তা দেখতে পারিনি। তবে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে গাছের সাথে লাগিয়ে দিয়ে চালক এক দিকে পড়ে যায়, বিকট শব্দ হয়। আর মোটরসাইকেলটি বেশ কিছু দুরে গিয়ে আরেকটি গাড়ির সাথে লেগে পড়ে যায়।’

তিনি বলেন, শব্দ শুনে এগিয়ে গিয়ে গুরতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ভ্যানগাড়ি দিয়ে হাসপাতালে আনা হয়েছে। 

এরপর খবর শুনে সিফাতের স্বজনরা হাসপাতালে আসেন। তার বাবা মাসুদ আলম বলেন, ‘আমার ছেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পাস করেছে। তার এলএলবি পড়ার পরিকল্পনা ছিল, কিন্তু সব শেষ হয়ে গেল।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।