কিমেলের শো বন্ধ হওয়ার পর এবার চ্যানেলের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩
শেয়ার :
কিমেলের শো বন্ধ হওয়ার পর এবার চ্যানেলের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

চার্লি কার্ক ও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করায় বন্ধ হয়ে গেছে জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি ক্যামেলের শো। এবার ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার জন্য সংশ্লিষ্ট চ্যানেলের লাইসেন্স বাতিলের কথাও বলা হয়েছে। 

মিডিয়া জায়ান্ট ডিজনি মালিকানাধীন এবিসি চ্যানেলে জিমি ক্যামেল শো প্রচারিত হতো। চ্যানেলটির পক্ষ থেকে নেক্সটার মিডিয়া গ্রুপ একটি বিবৃতিতে জানায়, ‘চার্লি কার্কের মৃত্যু নিয়ে কিমেলের মন্তব্য আক্রমণাত্মক এবং অসংবেদনশীল। দেশের রাজনীতির এরকম সংকটপূর্ণ মুহূর্তে এরকম মন্তব্য আমাদের সামগ্রিক মতামত, দর্শন এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ 

এর আগে সোমবার নিজের শোতে কিমেল বলেন, ‘এই সপ্তাহান্তে আমরা নতুন করে নিচে নেমেছি। মাগার (মেক আমেরিকা গ্রেট এগেইন) দল প্রাণপণে এটা বোঝাতে চাইছে যে চার্লি কার্কের হত্যাকারী তাদের থেকে আলাদা। তারা এই ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা পেতে চাইছে।’

কার্কের মৃত্যুতে ট্রাম্পের সমবেদনা জ্ঞাপন নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘চার বছরের শিশু তার গোল্ডফিশ মারা গেলে এমন ব্যবহার করে।’

বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দেখেছি, কিছু চ্যানেলে ৯৭ শতাংশ আমার বিরুদ্ধে কাজ করে, আমাকে নিয়ে নেতিবাচক কথা বলে। তারপরও আমি জিতেছি।’

তিনি আরও বলেন, ‘তারা শুধু আমার ব্যাপারে নেতিবাচক। তারা লাইসেন্স পাচ্ছে। তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত।’