পিআর আন্দোলনের নামে নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫৯
শেয়ার :
পিআর আন্দোলনের নামে নির্বাচন নস্যাতের ষড়যন্ত্র হচ্ছে

পিআর পদ্ধতির নির্বাচনের নামে আন্দোলন হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘একটি ষড়যন্ত্র যা নির্বাচন নস্যাৎ করতে, গণতন্ত্রকে ব্যাহত করতে ও দেশকে বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।’

আজ বৃহস্পতিবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নে বিএনপির এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‘অহেতুক আন্দোলনের নামে সামাজিক বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলাও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। জন সমর্থনহীন দাবি নিয়ে কখনো আন্দোলন সফল হয় না। এই সুযোগে পালিয়ে গেলে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারে; বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি হতে পারে।’

দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন ও গণতন্ত্র থেকে বিচ্যুতি জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, ‘ঘরে ঘরে ধানের শীষের ভোট প্রার্থনা করতে হবে। ধানের শীষে ভোট দিলে দেশ শান্তি পাবে।’

জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল প্রমুখ।