মানবতার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করেছি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:০০
শেয়ার :
মানবতার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করেছি

মানবতার জন্য পৃথিবীতে অন্য যে কারও চেয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সবচেয়ে বেশি কাজ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ব্রিটিশ রাজা চার্লসের সঙ্গে দেখা করে তিনি এই মন্তব্য করেন।  তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে মানবজাতির জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে বেশি কল্যাণমূলক কাজ কেউ করেনি। 

ট্রাম্প বলেন, ‘আমাদের দুই দেশের এই জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়া জরুরি।’ ডোনাল্ড ট্রাম্পই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি দুইবার যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে গিয়েছেন।তাকে স্মরণকালের সবচেয়ে বড় গার্ড অব অনার দেওয়া হয়েছে। ট্রাম্প বলেছেন, ‘আশা করি এবার সত্যি সত্যিই শেষ সফর হবে আমার। ’

রাজকীয় এই আয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই সাজানো হয়েছে। মঙ্গলবার রাতে উইনফিল্ড হাউসে রাজপরিবার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘রাজা দীর্ঘদিন ধরে আমার বন্ধু। সবাই তাকে সম্মান করে, ভালোবাসে।’

যুক্তরাজ্য নিয়ে তার অনুভূতি প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘এখানে অনেক কিছু আছে যা আমার হৃদয় ছুঁয়ে যায়। আমি বলতে চাই, এটি আমার কাছে খুবই বিশেষ একটি জায়গা।’