৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫ম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. জাবের সাইফ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবার দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাবের সাইফ কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নের খৈলাজুড়ী গ্রামের মো. আলাল মিয়ার ছেলে।
ওই শিশুর বাবা অভিযোগ করে বলেন, ‘স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই সময় জাবের আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার বাড়িতে বিশ্বকর্ম পূজায় সাউন্ড বক্স বাজিয়ে নাচ গান করতে থাকে। একপর্যায়ে আমার মেয়ে কিছু খাওয়ার জন্য রান্না ঘরে ঢোকার পূর্বেই পেছন থেকে তার মুখ চেপে ধরে বাড়ির বাহিরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে জাবের সাইফ।’
তিনি আরও বলেন, ‘পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে আনুমানিক রাত ১টার দিকে বাড়ির দক্ষিণ পাশের ধইঞ্চা খেতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানয়ীরা। পরিবারের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
এ ঘটনায় কুলিয়ারচর থানায় অভিযুক্ত জাবের সাইফের নামে একটি মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, কুলিয়ারচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন শিশুটির বাবা। ওই মামলায় জাবেরকে গ্রেপ্তার করা হয়েছে।