মহানবী (সা.)-কে কটূক্তির জেরে মাজারে হামলা, বাড়িতে আগুন
কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লার হোমনায় চারটি মাজারে হামলা ও বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হোমনা উপজেলার আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার মহসিনের দাদা কফিল শাহ্ মাজার ও তার পরিবারের বাড়িঘর ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলা চালানো অপর তিনটি মাজার হলো কালু শাহ্, হাওয়ালী শাহ্ (বাবুল) ও আবদু শাহ্ মাজার। সেখানে নিয়মিত মাদকের আড্ডা বসত অভিযোগ তুলে এই হামলা করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
এ বিষয়ে কুমিল্লা জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগকারীকে গতকালই অতি স্বল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ যারা মাজার, বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে, এর পেছনে যদি কারও উসকানি বা ইন্ধন থেকে থাকে—তাকেও আইনের আওতায় আনা হবে।
ইউএনও ক্ষেমালিকা চাকমা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা লাগবে।
উল্লেখ্য, গতকাল বুধবার উপজেলার আসাদপুর ইউনিয়নের আলেক শাহ্র ছেলে মহসিন সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ গতকালই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলাও করেন।