চার্লি কার্ককে নিয়ে মন্তব্য করায় জিমি কিমেলের শো বন্ধ
চার্লি কার্কের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নিয়ে মন্তব্য করায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য জিমি কিমেল শো’। আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল এবিসি নেটওয়ার্ক।
চ্যানেলটির পক্ষ থেকে নেক্সটার মিডিয়া গ্রুপ একটি বিবৃতিতে জানায়, ‘চার্লি কার্কের মৃত্যু নিয়ে কিমেলের মন্তব্য আক্রমণাত্মক এবং অসংবেদনশীল। দেশের রাজনীতির এরকম সংকটপূর্ণ মুহূর্তে এরকম মন্তব্য আমাদের সামগ্রিক মতামত, দর্শন এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’
এর আগে সোমবার নিজের শোতে কিমেল বলেন, ‘এই সপ্তাহান্তে আমরা নতুন করে নিচে নেমেছি। মাগার (মেক আমেরিকা গ্রেট এগেইন) দল প্রাণপণে এটা বোঝাতে চাইছে যে চার্লি কার্কের হত্যাকারী তাদের থেকে আলাদা। তারা এই ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা পেতে চাইছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কার্কের মৃত্যুতে ট্রাম্পের সমবেদনা জ্ঞাপন নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘চার বছরের শিশু তার গোল্ডফিশ মারা গেলে এমন ব্যবহার করে।’
বৃহস্পতিবারের এই ঘোষণার আগে ফেডারল কম্যুনিকেশনস কমিশনের সচিব ব্রেনডন কার জিমি কিমেল লাইভের সম্প্রচার বন্ধ করতে বলেন এবং জানান, কমিশন এর বিরুদ্ধে তদন্ত করতে পারে। তিনি আরও বলেন, এরকম মন্তব্যের জেরে চ্যানেলের লাইসেন্স বাতিল হতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এর আগে জুলাইতে সিবিসি নেটওয়ার্ক দ্য লেট নাইট শো উইথ স্টিফেন কোলবেয়র- কে আগামী বছর থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্ত ঘোষণার আগেই কোলবেয়র ট্রাম্প প্রশাসনের সঙ্গে মিডিয়ার 'অশুভ আঁতাত' নিয়ে নিজের শো-তে প্রশ্ন তুলেছিলেন। তবে শো বন্ধ হলেও এই বছরের প্রাইমটাইম এমিতে ‘আউটস্ট্যান্ডিং টক সিরিজের’ পুরষ্কার পেয়েছে কোলবেয়রের শো।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস