সাড়ে ৩ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২
শেয়ার :
সাড়ে ৩ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা আটক

টেকনাফের‎ নাফ নদে যৌথ অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি ও র‍্যাব সদস্যরা।

আটক ওমর ছিদ্দিক মিয়ানমারের মংডু এলাকার মো. ওসমানের ছেলে। তিনি স্থানীয় সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের ২-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাবরাং সুইচ গেইট এলাকায় কেওড়া বাগান সীমান্ত দিয়ে নেওয়ার জন্য অবস্থান করছে কয়েকজন মাদক কারবারী। এই তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও টেকনাফ ব্যাটালিয়ন যৌথভাবে অভিযান চালায়। এসময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ওমর ছিদ্দিককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচার করে।‎

আশিকুর রহমান আরও জানান, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে সনাক্ত করা হচ্ছে।