প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ-ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৭
শেয়ার :
প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ-ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

ঝালকাঠির রাজাপুরে ১৫ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল বুধবার রাতে ওই যুবকের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যুবকের নাম মো. সুলতান আকন (৪০)। তিনি উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকার বাসিন্দা মৃত সেকান্দার আকনের ছেলে। 

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত একই এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার বিকেলে ওই কিশোরীকে মজা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পুকুরপাড় থেকে তাকে নিয়ে যান সুলতান আকন। পরে বাড়ির অদূরে একটি বাগানের মধ্যে কিশোরীকে ধর্ষণের চেষ্টার সময় স্থানীয়দের তাড়া খেয়ে বিবস্ত্র অবস্থায় পালিয়ে যান

সুলতান আকন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে অপহরণ ও ধর্ষণচেষ্টা আইনে থানায় মামলা দায়ের করলে ওই মামলায় সুলতান আকনকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।

রাজাপুর থানা পরিদর্শক তদন্ত আব্দুল মালেক বলেন, ‘ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিকে আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়।