ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ধামরাই প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২
শেয়ার :
ধামরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম (২৩) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বালিথা সরকার স্টিল মিলের সামনে এ ঘটনাটি ঘটে। 

নিহত শাহিনুর বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের ছেলে। ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন৷ 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য শাহিনুর মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিলেন। সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে নতুন করে পাথর দিয়ে রাস্তা ঢালায় করায় মোটরসাইকেল স্লিপ কেটে পরে যায়। এ সময় মাথায় প্রচন্ড আঘাত পায় ৷ স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন৷

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মো মনিরুল ইসলাম জানান, নিহতের লাশ তার স্বজনরা নিয়ে দাফন কাফন সম্পন্ন করেছে।