‘খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউপিডিএফ’

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০
শেয়ার :
‘খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউপিডিএফ’

গুইমারাতে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট( ইউপিডিএফ)। এমন অভিযোগ করছেন লে. কর্নেল ইসমাইল শামস আজিজি।

গতকাল বুধবার দুপুরে সিন্দুকছড়ি জোনের মাসিক মতবিনিময় সভায় তবলা পাড়ার ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে এমন অভিযোগ করেন তিনি।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তবলা পাড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনীর ৬ জনের একটি টিম গোপন অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী সিভিল পোষাকে পরিচালনা করায় ইউপিডিএফ সেনা সদস্যদের পাহাড়ের সশস্ত্র গ্রুপ গণতান্ত্রিক ফ্রন্ট সাজানোর চেষ্টা করে। এতে গ্রামবাসী ও স্কুল শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। ইউপিডিএফের প্ররোচনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয় এবং সেনাবাহিনীর ওপর গুলি ছোঁড়া হয়। এতে করে সেনাবাহিনীও ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।

খাগড়াছড়ি জেলার গুইমারা-মানিকছড়ি উপজেলার সীমান্ত তবলাপাড়াতে এ ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ একের পর এক কর্মসূচির নামে জনভোগান্তি সৃষ্টি করে চলেছে ইউপিডিএফ। খাগড়াছড়ি জেলা জুড়ে বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা গণবিরোধী কার্যকলাপ করছে বলে অভিযোগ সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর।

সভায় উপস্থিত উপজাতীয় নেতৃবৃন্দ জানান, ৭ সেপ্টেম্বর ইউপিডিএফ গণতন্ত্র বা কোনো অস্ত্রধারী কেউ আসেনি। অহেতুক ভূয়া প্রচারনা করে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানা ফন্দি করছে ইউপিডিএফ। 

এদিকে কালাপানি গ্রামের (নাম প্রকাশে অনিচ্ছুক) মারমা সম্প্রদায়ের দায়িত্বশীল একজন বলেন, ‘আমাদের উভয় সংকটে পড়তে হয়। ইউপিডিএফের মিথ্যা প্রচারের বিষয়ে কিছু বলা যায় না, আবার সেনাবাহিনীর পক্ষে বললেও সমস্যা।’

মতবিনিময় সভায় এ সময় মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূইয়া, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক চৌধুরী, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান মাহমুদ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।