স্থগিত হলো ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ বৃহস্পতিবার ‘চীন-বাংলাদেশ নাট্য উৎসব’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই উৎসবটি স্থগিত বলে ঘোষণা করেছে শিল্পকলা একাডেমি।
আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আজ ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চীন দূতাবাস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য “চীন-বাংলাদেশ নাট্য উৎসব”টি স্থগিত করা হয়েছে।’
সবশেষ বলা হয়, পরবর্তীতে এই উৎসবের সময়সূচি আবারও জানানো হবে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একদিনের এই নাট্য উৎসব সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছিল, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।
আরও জানানো হয়েছিল, এই নাট্য উৎসবে দুই দেশের (বাংলাদেশ ও চীন) বিশেষ পরিবেশনা ও নাটক প্রদর্শিত হবে। প্রথমে চীনের কোয়ানঝো থেকে আসা একটি বিশেষ পারফর্মিং আর্ট গ্রুপ ৪০ মিনিটের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে উৎসবের উদ্বোধন করবে। এরপর প্রখ্যাত চায়নিজ লেখক লু স্যুনের বিখ্যাত রচনা ‘দ্য ওয়াইজ ম্যান, দ্য ফুল অ্যান্ড দ্য স্লেভ’র নাট্য রূপান্তর উপস্থাপন করবে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, চীন দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং এবং চীন ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই এবার উৎসবটি স্থগিত করা হয়েছে।