শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের বাড়ি থাকছেন ঐশ্বরিয়া
বলিউডের জনপ্রিয় তারকাকা দম্পতিদের তালিকায় অন্যতম ঐশ্বরিয়া রায়-অভিষেক বচ্চন। বিয়ে ১৮ বছর পেরিয়ে গেলেও তাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে গত বছর আচমকাই এই দম্পতির বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল। বচ্চন পরিবারের কেউই সেই গুজবের ওপর মন্তব্য করেননি, পরে দুজনে একসঙ্গে একটি বিয়েবাড়িতে উপস্থিত হয়ে জল্পনা উড়িয়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা যায়, সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা প্রহ্লাদ কাক্কার হাজির হন ভিকি ললওয়ানির একটি পোডকাস্টে। সেখানেই ঐশ্বরিয়া রায়–অভিষেকের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন এই নির্মাতা। ঐশ্বরিয়ার মায়ের বাড়ির পাশেই থাকেন প্রহ্লাদ কাক্কার। তাই অভিনেত্রীর সঙ্গে তার দেখাও হয়। ভিকি জানান ঐশ্বরিয়া প্রায় দিনই তার মায়ের বাড়িতে যান। প্রহ্লাদ বলেছেন, ঐশ্বরিয়া তার মায়ের খুব ঘনিষ্ঠ। তার মা অসুস্থ থাকায় এবং স্কুলে মেয়েকে নিয়ে যাওয়ার সময়ের ফাঁকা কিছু ঘন্টা কাটানোর জন্য তিনি মায়ের সঙ্গে থাকেন। এতে কোনো বিচ্ছেদের বা পারিবারিক সমস্যা নেই।
প্রহ্লাদ আরও বলেন, লোকেরা বলে, ঐশ্বরিয়া বাচ্চনের বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকছেন। এটি পুরোপুরি মিথ্যা। তিনি শুধু মায়ের সঙ্গে সময় কাটান যখন তার মেয়ে স্কুলে থাকে। রোববার ছুটির দিনে মায়ের বাড়িতে যান না। কখনও কখনও অভিষেকও মায়ের সঙ্গে দেখতে যান। যদি সত্যিই বিচ্ছেদ হত, তাহলে তারা কেন একসাথে বাড়িতে আসতেন
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
ঐশ্বরিয়া এবং অভিষেকের প্রেমের সূচনা হয় সিনেমার সেটে। এরপর ২০০৭ সালের এপ্রিলে একটি তারা বিয়ে করেন। ২০১১ সালে তাদের একমাত্র কন্যা আরাধ্যর জন্ম। ২০২৪ সালে আনন্ত আম্বানির বিয়েতে ঐশ্বর্য এবং তার মেয়ে পরিবারের বাকি সদস্যদের থেকে আলাদাভাবে উপস্থিত হওয়ায় বিচ্ছেদের গুজব আরও বাড়ে। তবে তারা সেই গুজবের কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট