আবার হাবিব-অলিক

বিনোদন প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮
শেয়ার :
আবার হাবিব-অলিক

নির্মাতা এসএ হক অলিকের কথায় বেশ কিছু গানের কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। এই জুটি ‘পৃথিবীর যত সুখ যত ভালোবাসা’, ‘বলো কেন এমন হয়’, ‘জোছনা কথা বলো না’সহ বেশ কিছু গান আজও শ্রোতামহলে জনপ্রিয়। মাঝে তাদের ছন্দপতন ঘটে। দু’জনকে পাওয়া যায়নি নতুন কোনো গানে।

নতুন খবর হলো- আবারও দুজন এক হলেন নতুন সৃষ্টির উল্লাসে। প্রায় তিন বছর পর সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের জন্য গান লিখলেন নির্মাতা ও গীতিকার এসএ হক অলিক। খবরটি নিশ্চিত করে ফেসবুকে অলিক জানান, ‘প্রায় তিন বছর পর হাবিব ওয়াহিদের জন্য গান লিখে দিলাম। একটা ডুয়েট, তিনটা সলো। গানগুলো সবার ভালো লাগবে আশা করছি।’

বলা দরকার, সর্বশেষ এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার জন্য একটি গান গেয়েছিলেন হাবিব। গানটিতে হাবিবের সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন জেরিন। অবশ্য সেই গানের কথা লিখেছিলেন সোহেল আরমান।

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের এই সিনেমায় অভিনয় করেন শাকিব খান, পূজা চেরি, সুচরিতা, আলীরাজ এবং আজিজুল হাকিম অনেকে।