ভারতের সিনেমায় শেখ হাসিনা, তুলে ধরা হয়েছে দুই দেশের সম্পর্ক!

বিনোদন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪
শেয়ার :
ভারতের সিনেমায় শেখ হাসিনা, তুলে ধরা হয়েছে দুই দেশের সম্পর্ক!

আগামী সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’। মুক্তিকে সামনে রেখে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এর ট্রেলার। এতে স্পষ্ট- সিনেমাতে ভারত-বাংলাদেশের সম্পর্ক ও দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়- মুনিরকে ধরার জন্য প্রাণপণ চেষ্টা করছে আবির-মিমি। তবে এই সন্ত্রাস কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। সন্ত্রাস কোনো দেশের নয়, তাই তা দমন করতে এবার একসঙ্গে জোট বাঁধছে ভারত-বাংলাদেশ। প্রণব মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় আর শেখ হাসিনার আদলে তৈরি সুলতানা রহমান চরিত্রে দেখা যাবে সীমা বিশ্বাসকে। এই দুই দেশের রাষ্ট্রনায়কদের বিরুদ্ধেই লড়াই শুরু করেছেন অঙ্কুশ। কেন একজন বিদেশফেরা ডাক্তার আচমকা সন্ত্রাসে জড়াল, নাকি সন্ত্রাস দূর করার জন্যই বিদেশ গিয়েছিল এই প্রশ্ন থেকেই যায়।

সিনেমায় বিশেষ নজর সীমা বিশ্বাসের দিকে। টিজার প্রকাশের পরই অনেকের ধারণা- তিনি শেখ হাসিনার চরিত্রটি করছেন। আর এর ট্রেলারে সেটাও স্পষ্ট। তার পোশাকও রাখা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মতো। তবে বাচনভঙ্গি নিয়ে কিছুটা প্রশ্ন থেকেই যায়।

এই সিনেমায় আরও রয়েছেন কাঞ্চন মল্লিক, মানসী সিনহা, অনুসূয়া মজুমদার এবং নুসরত জাহান, যারা নিজ নিজ চরিত্রে সাবলীল।

বলা দরকার, ‘রক্তবীজ’ সিনেমাটিতে দেখানো হয়েছিল খাগড়াগড় বিস্ফোরণের ঘটনা। এই সিনেমাতে ফুটবে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাংলাদেশ সফরের কাহিনি। দেখানো হবে নড়াইলের ভদ্রবিলার চাঁচড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ফুটবে গ্রামের ঘোষ বাড়ির রাধাগোবিন্দ মন্দির, বড় দালান এবং ঘাট বাঁধানো পুকুরের দৃশ্য।