মালিক বাঁচলেও নদীর পাড়ে প্রাণ গেল ৫ গরুর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১২
শেয়ার :
মালিক বাঁচলেও নদীর পাড়ে প্রাণ গেল ৫ গরুর

গরু নিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল লতিফ। নদী পার হওয়ার সময় হঠাৎ বজ্রপাতে একে একে পাঁচটি গরুর মৃত্যু হয়। তবে প্রাণে বেঁচে যান তিনি।  

আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ নওপাড়া টাঙ্গন নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান টেলিনা সরকার হিমু। তিনি বলেন, নদীর পাড়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই ছোট-বড় মিলে পাঁচটি গরু মারা যায়। এতে গুরুতর আহত হন আবদুল লতিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।