পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৪
শেয়ার :
পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

মাদারীপুরের খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলো ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের দুই ছেলে হাফিজুল (৮) ও হামজা (৫)। আজ বুধবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে একসঙ্গে দুজনকে ভেসে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।

নিহতের পরিবার জানিয়েছে, শিশু হাফিজুল ও হামজা আজ সন্ধ্যায় একসঙ্গে মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই হামজা পা পিছলে হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায়।পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডুবে যায়।দুই ভাইকে কোথাও না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি করে পুকুরে ভাসান্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।

নিহতদের প্রতিবেশী জামাল হোসেন জানান, খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাই মারা গেছে এই শোক তাদের বাবা-মা কি ভাবে সইবে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন,‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।’