বাংলাদেশের ইলিশ কলকাতার বাজারে মিলবে কাল
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রথম চালানে আজ বুধবার ৫০ টন ইলিশ পৌঁছানোর কথা রয়েছে। আর আগামীকাল বুধবার থেকে কলকাতার বাজারে মিলবে বাংলাদেশ থেকে যাওয়া ইলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, আজ ১০টি গাড়িতে মোট ৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পৌঁছানোর কথা। কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বুধবার থেকে ধাপে ধাপে বাংলাদেশ থেকে ইলিশ ভারতে আসবে।
পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ১০টি ইলিশবোঝাই গাড়ি আনা হবে হাওড়ার পাইকারি মাছের বাজারে। সেখানে বৃহস্পতিবার ভোর ৪টা থেকে নিলাম শুরু হবে। সেই নিলামে অংশ নিতে আসবেন কলকাতাসহ শহরতলির মৎস্য ব্যবসায়ীরা। তারা নিলামে পদ্মার ইলিশ কিনে নিয়ে গিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই নিজ নিজ বাজারে বিক্রি করতে পারবেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
মৎস্য দপ্তরের ধারণা, বৃহস্পতিবার প্রতি ইলিশ ১৫০০ থেকে ১৭০০ রুপি দরে বিক্রি হতে পারে (বাংলাদেশি মুদ্রায় ২০৮০ টাকা থেকে ২৩৫৮ টাকা)। তবে সবকিছুই নির্ভর করছে নিলামে ইলিশের কত দর ওঠে তার ওপর। আগামী সপ্তাহে কলকাতায় শুরু হয়ে যাবে দুর্গোৎসব।
পদ্মার ইলিশের কলকাতার বাজারে যে চাহিদা আছে তা মেনে নিচ্ছেন হাওড়া হোলসেল ফিস মার্কেটের সাধারণ সম্পাদক সৈয়দ আনওয়ার মাকসুদ। তিনি বলেন, ‘উৎসবের মৌসুমে ইলিশ পাঠানোর জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছিলাম। বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। সে কারণে আমরা তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরাও চাই সাধারণ মানুষ ন্যায্য দামে পদ্মার ইলিশ পান। কিন্তু সবকিছু তো আর আমাদের ওপর নির্ভর করে না। পরিবেশ পরিস্থিতিই সবকিছু ঠিক করে দেয়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস