গাজায় মৃত্যু ৬৫ হাজার ছাড়িয়েছে, ইসরায়েলে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২
শেয়ার :
গাজায় মৃত্যু ৬৫ হাজার ছাড়িয়েছে, ইসরায়েলে প্রতিবাদ

ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলের হত্যাযজ্ঞ। আজ বুধবারও ৫১ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, এর মধ্যে ৩৮ জন গাজা শহরের। তাতে মোট মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। খবর আল জাজিরার। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ২০২৩ সালে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ৬২ জন। এছাড়া আহত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৬৯৭ জন। 

গত ২৪ ঘণ্টায় সাতজন ত্রাণপ্রার্থীর মৃতদেহ এবং ৮৭ জন আহত ফিলিস্তিনিকে গাজার বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মে মাসের শেষে জিএইচএফ (গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন) প্রতিষ্ঠার পর থেকে ত্রাণকেন্দ্রে নিহতের সংখ্যা ২ হাজার ৫০৪ জনে দাঁড়িয়েছে এবং ১৮ হাজার ৩৮১ জনেরও বেশি আহত হয়েছেন।

এছাড়া এক দিনে দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে চারটি মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। ফলে ক্ষুধার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৪৩২ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪৬ জন শিশু। গত মাসে জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর থেকে, অপুষ্টির কারণে ১৫৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ৩১ জন শিশু।

এদিকে, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ও গাজার ওপর ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের অবসানের আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন ৭ হাজার ৫০০ জনেরও বেশি ইসরায়েলি। উদ্যোগটি গ্রহণ করেছে ইহুদি-আরব তৃণমূল আন্দোলন ‘জাজিম’। আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি স্পষ্ট, ঐক্যবদ্ধ ইসরায়েলি বার্তা’ পাঠানোর লক্ষ্যে কাজ করছে তারা। আয়োজকরা জানিয়েছেন, সোমবার অধিবেশন শুরু হওয়ার আগে স্বাক্ষরকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন।