পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে: ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর মানে সর্বজনীন, সর্ব আদর্শ ও সর্ব মতের সংসদ। পিআরের বাইরে নির্বাচন হলে আবারও ফ্যাসিস্ট সরকার হবে। বিএনপি নিজেও বলে তারা সর্বজনীন, সর্ব মতের সংসদ চায়। তাহলে পিআর সিস্টেমে নির্বাচন করতে অসুবিধা কোথায়?
আজ বুধবার লালবাগ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার সামনে এক সমাবেশে এসব কথা বলেন ফয়জুল করীম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফয়জুল করীম বলেন, ‘বৃটিশবিরোধী আন্দোলনে ৮০ হাজার আলেম জীবন দিয়েছিল। বৃটিশ পালানোর সময় বৈষম্য দূর করা জন্য আলাদা দেশ চেয়েছিলাম।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি আরও বলেন, ‘ধর্মের ভিত্তিতে আলাদা দেশ হয়েছিল, কিন্তু বৈষম্য দূর হয় নাই। সাম্যতা সৃষ্টি হয় নাই। এরপর ’৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও বৈষম্য দূর হয় নাই। সাম্যতা সৃষ্টি হয় নাই। সামাজিক ন্যায়বিচার ছিল না। যেই দল যখন ক্ষমতায় ছিল, সরকারিসহ বিভিন্ন চাকরি ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দখল করেছে। ফাঁসির আসামিরাও বুক ফুলিয়ে রাস্তায় চলেছে। অপরদিকে বিরোধীদলের নেতাকর্মীরা পালিয়ে বেড়িয়েছে।’