এমন প্রতিক্রিয়া হবে বুঝতে পারিনি: মৌ
সাদিয়া ইসলাম মৌ
শোবিজের জনপ্রিয় মুখ মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। তার রূপ ও গুণের প্রশংসা শুধু তার ভক্ত-অনুরাগীরাই না, শোবিজের সতীর্থরাও প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ। অনেকের কাছেই তিনি আইকন। কিছুদিন আগে ছেলের সঙ্গে মৌ’র একটি ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। যা নিয়ে কটূ মন্তব্যের শিকারও হতে হয়েছিল তাকে।
সম্প্রতি একটি পডকাস্টে সেই বিষয়টি নিয়ে কথা বলেছেন মৌ। রাগ-ক্ষোভ উগড়ে এই মডেল ও অভিনেত্রী বলেন, ‘ছেলে বড় হয়েছে তাই সামাজিক মাধ্যমে এমন ছবি পোস্ট না করাই ভালো। মানুষ এত কটূ মন্তব্য করবে, সেটা একদমই আশা করিনি। ব্যক্তিগত বিষয় নিয়েও এমন প্রতিক্রিয়া হবে বুঝতে পারিনি। সেই ঘটনার পর আমরা দুজনেই ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘আমি যখন এসব মন্তব্য পড়েছি, আমার ভেতরটা রাগে জ্বলে উঠেছে। কিন্তু কষ্টের বিষয় হল, আমার ছেলে বিপর্যস্ত হয়ে বলেছিল, “ওদের কি মা নাই?” আমি কী উত্তর দেব তাকে? এক মুহূর্তের জন্য তারা ভাবেনি এমন মন্তব্য মা-ছেলেকে কতটা আঘাত করতে পারে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, ব্যক্তিজীবনে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের স্ত্রী সাদিয়া ইসলাম মৌ। তাদের সংসার আলো করে রেখেছেন মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণ।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’