হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৭
শেয়ার :
হবিগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দিনারপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাদের পাঁচ বছরের ছেলে তৌকির আহমেদ। 

পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন । সিএনজি থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি ব্যবস্থা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।