জনতার চাপে প্রাণে বাঁচতে পালালেন এমপি প্রার্থী
মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল জনগণের চাপে প্রাণে বাঁচতে পালানোর ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইলিশ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাত্র ১০ টাকায় ইলিশ দেওয়ার খবরে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ সেখানে জড়ো হন। কিন্তু পর্যাপ্ত মাছ না থাকায় উপস্থিত জনতার মধ্যে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে জনতার চাপে মাছ রেখে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করেন রায়হান জামিল।
পরে তিনি ভাষণচর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি সেখান থেকে প্রাণে রক্ষা পান বলে জানা গেছে।
ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, ‘আমরা শুনেছি ১০ টাকায় ইলিশ দেবে। সকাল থেকে দাঁড়িয়েছিলাম। কিন্তু মাছ পেলাম না। উল্টো ধাক্কাধাক্কি, মারামারি লেগে যায়। পরে দেখি এমপি প্রার্থী নিজেই পালিয়ে যাচ্ছেন।’
এ বিষয়ে এমপি প্রার্থী রায়হান জামিল বলেন, ‘আমি মানুষের উপকারের জন্যই ইলিশ বিতরণের উদ্যোগ নিই। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তাজনিত কারণে আমাকে দ্রুত সেখান থেকে সরে আসতে হয়।’
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমি আগেই রায়হান সাহেবকে সতর্ক করেছিলাম। তিনি আমাদের কথা না শুনে এ বিতরণ কার্যক্রম চানান। পরে বিশৃঙ্খলার খবর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
স্থানীয়দের মতে, নির্বাচনী এলাকায় এ ধরনের প্রচারনা জনসাধারণের মাঝে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।