যাত্রাবাড়ী আবাসিক হোটেল থেকে মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার
রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় রোডের আশা মনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত জহিরুল শরিয়তপুরের জাজিরা উপজেলার উত্তর কাজীকান্দি গ্রামের সাইদুর রহমানের ছেলে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গত ১৪ সেপ্টেম্বর চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা বলে জহিরুল হোটেলের ওই কক্ষে ওঠে। পরে দরজা ভিতর থেকে বন্ধ করে বিছানার চাদর দিয়ে সিলিংফ্যানে ফাঁস নেয়। হোটেল কর্তৃপক্ষের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এসআই ফরহাদ আলী আরও বলেন, এ সময় একটি চিরকুট পাওয়া যায়, যেখানে মায়ের কাছে মরদেহ পৌঁছে দেওয়ার কথা লেখা ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং গত বেশ কিছুদিন ধরে তারা হতাশায় ভুগছিল।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?