‘জার্নিটা অনেক কষ্টদায়ক’

বিনোদন প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬
শেয়ার :
‘জার্নিটা অনেক কষ্টদায়ক’

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় অভিনেতা আরফান নিশো। নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় এর নাম ‘দম’। সার্ভাইভাল থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং স্পটের খোঁজে সম্প্রতি নায়ক-নির্মাতা ও প্রযোজক গিয়েছিলেন কাজাখস্তানে। ঘুরে বেড়িয়েছেন দেশটির বিভিন্ন স্থানে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দম’ নিয়ে কথা বলেছেন নিশো। তার ভাষ্য, ‘রেদওয়ান রনির অনেক দিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে ডেডিকেটেড। গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে। অনেকদিন ধরে লিখছে এবং দিস গোনা বি দ্য ফার্স্ট মানে সারভাইভাল স্টোরি যদি বলি বাংলাদেশের ফিল্মে।’

তিনি আরও বলেন, ‘এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কি অসম্ভভ পছন্দ হয়েছে। আমি শোনার পর ইনটু ক্যারেক্টারে চলে গেছি। খুবই বিউটিফুল স্টোরি এবং সেটা যদি শাকিল এবং রনি তারা যদি এক্সিকিউট করতে পারে তাহলে হয়তো বা খুবই অনবদ্য একটা গল্প হবে।’

সিনেমার চরিত্রটি ফুটিয়ে তুলতে নিশোকে অনেক কষ্ট করতে হবে, সেকথা জানিয়ে তিনি বলেন, ‘ভালো পারফর্মারদের লাগবে, ভালো পারফরম্যান্স আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক এবং প্রচন্ড মানে প্রচন্ড কষ্ট এবং স্ট্রাগল করতে হবে আমাকে ওই চরিত্রের জন্য।’