এবার দেশের হলে ‘বাড়ির নাম শাহানা’
আন্তর্জাতিক বিভিন্ন উৎসব ঘুরে লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’ এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের সিনেমা হলে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমায় উঠে এসেছে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্প। আগামী শুক্রবার এটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে দীপা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা, যার কৈশোরের একটি জেদের মাশুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী এক বিপত্নীকের সাথে ট্রাঙ্ক কলে বিয়ে বাঁধার মাধ্যমে। একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে তার জন্যে অপেক্ষা করে থাকে কল্পনার অতীত বাস্তবতা। দীপা কি পারবে সেই কঠিন বাস্তবতা একা মোকাবেলা করতে!
সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম ও মুম্বাইয়ের আন্তর্জাতিক উৎসবে পুরস্কার জিতে দেশের সুনাম বৃদ্ধি করা এ সিনেমা এবার বাংলাদেশি দর্শকদের কাছে পৌঁছাতে যাচ্ছে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমার মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। বিভিন্ন চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ আরও অনেকে।
চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী ও আনান সিদ্দিকা। চিত্রগ্রহণ করেছেন যোহায়ের মুসাভভির। সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনায় আছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিনেমাটির অধিকাংশ দৃশ্য বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট্ট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সাথে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে তোলা হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে।
নির্মাতা লীসা গাজী বলেন, ‘“বাড়ির নাম শাহানা” আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীস্বত্বা হিসেবে হাজির করে। এটি বিষণ্ণ করার ছবি নয়, বরং জীবনের জয়গানে মুখর।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’