যেভাবে প্রেম হয় অভিনেতা ইরফান সাজ্জাদের

বিনোদন প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮
শেয়ার :
যেভাবে প্রেম হয় অভিনেতা ইরফান সাজ্জাদের

‘গল্পটা শুরু এই ক্লাস রুম থেকেই। সালটা ছিল ২০০৬। আমি ছিলাম ব্যাক বেঞ্চার, সে ছিল প্রথম সারির! ঠিক এই বেঞ্চগুলোতে আমরা বসতাম! সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ক্লাস তখন মূল ভবনের তৃতীয় তলার ৩০৭ নাম্বার রুমে হতো।’ কথাগুলো জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের। কারণ এই ক্লাসরুমেই স্ত্রী শারমীনের সঙ্গে অভিনেতার প্রেমের সূচনা। যা তিনি স্মরণ করলেন স্মৃতির পাতা থেকে।  

গতকাল মঙ্গলবার ফেসবুকে একটি ছবি শেয়ার করে ইরফান সাজ্জাদ জানান, সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ক্লাস তখন ৩০৭ নাম্বার রুমে হতো। সেখানেই শারমীনের সঙ্গে তার পরিচয়। এরপর সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়।

শেয়ার করা ছবিতে দেখা যায়, পুরোনো ভবনের একটি ক্লাসরুম। দেয়ালের রঙয়ের অবস্থাও খুব একটা ভালো না। এই শ্রেণিকক্ষে সারিবদ্ধভাবে সাজানো বেঞ্চ। এক সারির প্রথম বেঞ্চে বসে আছেন অভিনেতার স্ত্রী শারমীন। অন্য সারির শেষের দিকের বেঞ্চে সন্তানকে কোলে নিয়ে বসে আছেন ইরফান সাজ্জাদ।

ক্যাপশনে ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘গল্পটা শুরু এই ক্লাস রুম থেকেই। সালটা ছিল ২০০৬। আমি ছিলাম ব্যাক বেঞ্চার, সে ছিল প্রথম সারির! ঠিক এই বেঞ্চগুলোতে আমরা বসতাম! সরকারি কমার্স কলেজ চট্টগ্রাম, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রথম বর্ষের ক্লাস তখন মূল ভবনের তৃতীয় তলার ৩০৭ নাম্বার রুমে হতো।’

তিনি আরও লিখেছেন, ‘আজকে অলমোস্ট ২০ বছর পর সময়টা রিক্রিয়েট করলাম; যদিও আমার কোলে আরো একজন ব্যাক বেঞ্চার আছে! ক্লাস রুমটা একই আছে, ক্লাসরুম একই থাকে শুধু চরিত্রগুলো বদলায়।’

ইরফান সাজ্জাদের সঙ্গে তার ভক্ত-অনুরাগীরাও স্মৃতিকাতর হয়ে পড়েছেন। ফারজানা ববি নামে একজন লিখেছেন, ‘আহ! সেই দিনগুলোতে নতুন করে ফিরে গেলাম যেন তোমার স্ট্যাটাস পড়ে। তোমাদের তিনজনের গল্পে আমরাও আছি কিন্তু। শারমীনসহ আবার এলে সবাইকে ডাক দিও একদিন। শিঙাড়ারার আড্ডা খুব মিস করি।’

আরেকজন লিখেছেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকুন, এটাই চাই ভাইয়া।’ এমন অসংখ্য মন্তব্য পড়ছে ছবিটি ঘিরে।