চার্লি কার্ক হত্যাকাণ্ড /

অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১
শেয়ার :
অভিযুক্তের মৃত্যুদণ্ড চেয়েছেন প্রসিকিউটররা

যুক্তরাষ্ট্রের উটাহ প্রদেশের প্রসিকিউটররা ঘোষণা করেছেন যে তারা চার্লি কার্কের হত্যাকারী টেইলার রবিনসনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করবেন। এ নিয়ে কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন তারা। যার মধ্যে রয়েছে রবিনসনের একাধিক টেক্সট বার্তা। ওই বার্তায় হত্যাকাণ্ডের ব্যাপারে ব্যক্তিগতভাবে স্বীকারোক্তি দিতে দেখা যায় অভিযুক্তকে।

আদালতের নথি অনুযায়ী, ২২ বছর বয়সী টেইলার রবিনসন তার রুমমেটকে বলেছিলেন, ‘তার প্রতি আমার যে ঘৃণা, তা আমার পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না।’

রবিনসন বুধবার ৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ছাদ থেকে কার্কের গলা লক্ষ্য করে গুলি করেন। উটাহ কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে মঙ্গলবার রবিনসনকে সাতটি অপরাধমূলক অভিযোগে অভিযুক্ত করেছেন। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, সাক্ষ্যপ্রমাণ ধ্বংসের জন্য বিচারিক প্রতিবন্ধকতা এবং তার রুমমেটকে প্রমাণ মুছে ফেলার জন্য চাপ দেওয়া।

এই হত্যাকাণ্ডে রাজনীতিবিদরা মৃত্যুদণ্ডের পক্ষে মত প্রকাশ করেছেন। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রয়েছেন। গ্রে সাংবাদিকদের বলেন, ‘তিনি মৃত্যুদণ্ডের আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন।’

গত মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিনসন প্রথমবারের মতো আদালতে উপস্থিত হন। তিনি প্রথমে নির্লিপ্ত অবস্থায় থাকলেও তার বিরুদ্ধে অভিযোগ মনোযোগ সহকারে শুনতে দেখা যায়।

রয়টার্স সূত্রে জানা গেছে, রবিনসন শুধুমাত্র নিজের নাম বলার সময় কথা বলেন। আদালত তাকে উপযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় ২৯ সেপ্টেম্বর। 

এদিকে, রবিনসনকে জামিন ছাড়া ওয়াশিংটন কাউন্টি জেলে আটক রাখা হয়েছে। শেরিফের একজন মুখপাত্র জানিয়েছেন, তাকে বিশেষ পর্যবেক্ষণ প্রোটোকল অনুযায়ী অধিক নজরদারিতে রাখা হয়েছে।