খুলনায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর রূপসার আইচগাতী এলাকায় নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিস্ফোরণের সময় আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়িতেই ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রূপসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে ককটেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আবু হোসেন বাবুর বাড়িতে সমবেত হয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করেন।
জেলা বিএনপির সদস্য আশরাফুল ইসলাম নূর জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং দ্রুততম সময়ে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দেয়া হয়েছে।
এদিকে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা বিএনপি। এক যৌথ বিবৃতিতে বলা হয়, এটি একটি ন্যক্কারজনক ঘটনা এবং অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।